রাজঘাটে গিয়ে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন ওবামা

মহাত্মা গান্ধী বিশ্বের কাছে এক বিরল উপহার। রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে ভিজিটর বুকে একথাই লিখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লেখেন, ভারতের জনজীবনে এখনও মহাত্মা গান্ধীর আদর্শ রয়ে গেছে। বিশ্ববাসীর মধ্যে ভালবাসা ও শান্তির সেই আদর্শ চিরস্থায়ী হবে বলেও আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনও বিদেশি রাষ্ট্রনেতাই ভারতে এলে রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা জানান।

Updated By: Jan 25, 2015, 07:39 PM IST
রাজঘাটে গিয়ে মহাত্মাকে শ্রদ্ধা জানালেন ওবামা

নয়াদিল্লি: মহাত্মা গান্ধী বিশ্বের কাছে এক বিরল উপহার। রাজঘাটে শ্রদ্ধা জানিয়ে ভিজিটর বুকে একথাই লিখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লেখেন, ভারতের জনজীবনে এখনও মহাত্মা গান্ধীর আদর্শ রয়ে গেছে। বিশ্ববাসীর মধ্যে ভালবাসা ও শান্তির সেই আদর্শ চিরস্থায়ী হবে বলেও আশাপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনও বিদেশি রাষ্ট্রনেতাই ভারতে এলে রাজঘাটে জাতির জনককে শ্রদ্ধা জানান।

তবে মহাত্মা গান্ধীর কর্মজীবন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং জীবন দর্শনে তিনি যে গভীরভাবে অনুপ্রাণিত তা বারবার বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি দুহাজার নয়ে নোবেল শান্তি পুরস্কার নিতে গিয়েও, বক্তৃতায় গান্ধীর উল্লেখ করেন ওবামা। ভারতের তরফে ওবামার হাতে একটি চরকার প্রতিলিপি তুলে দেন তাঁর মিনিস্টার ইন ওয়েটিং পীয়ূস গোয়েল। রাজঘাট চত্বরে একটি পিপুল গাছ পোঁতেন মার্কিন প্রেসিডেন্ট।

.