গাড়ির কাগজ নেই! লাথি-চড়-ঘুসি-গালি ‘জরিমানা’ যোগীর পুলিসের, দেখুন ভিডিয়ো

জানা যাচ্ছে, রিঙ্কু পাণ্ডে নামে ওই ব্যক্তি মঙ্গলবার মোটরসাইকেল করে তাঁর ভাইপোকে নিয়ে যাচ্ছিলেন। গাড়ি কাগজ দেখতে তাঁর পথ আটকায় পুলিস

Updated By: Sep 13, 2019, 02:24 PM IST
গাড়ির কাগজ নেই! লাথি-চড়-ঘুসি-গালি ‘জরিমানা’ যোগীর পুলিসের, দেখুন ভিডিয়ো
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: গাড়ির কাগজ না থাকার অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক পেটালো উত্তর প্রদেশ পুলিস। কখনও ওই ব্যক্তিকে চড়, কিল, লাথি কখনও বা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দুই পুলিসকর্মী। আর ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখচ্ছে এক খুদে। সে সম্পর্কে ওই ব্যক্তির ভাইপো। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায়। ওই দুই পুলিসকর্মীকে বরখাস্ত করেছে যোগীর প্রশাসন।

জানা যাচ্ছে, রিঙ্কু পাণ্ডে নামে ওই ব্যক্তি মঙ্গলবার মোটরসাইকেল করে তাঁর ভাইপোকে নিয়ে যাচ্ছিলেন। গাড়ি কাগজ দেখতে তাঁর পথ আটকায় পুলিস। এরপর তাঁদের বচসা শুরু হয়। ভিডিয়ো দেখা গিয়েছে, দুই পুলিসকর্মী তাঁকে নির্মমভাবে মারধর করছেন। লাথি, ঘুসি তো রয়েছে, ওই ব্যক্তির ঘাড়ের উপর বসে চুলের মুঠি ধরে গালিগালাজ করছেন এক পুলিসকর্মী। এই ভিডিয়ো ভাইরাল হতে প্রবল সমালোচনার মুখে পড়ে যোগীর পুলিস। চাপে পড়ে বরখাস্ত করে ওই দুই পুলিস কর্মীকে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানানো হয়েছে।

(এই ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি জ়ি ২৪ ঘণ্টা ডট কম-র পক্ষে)

আরও পড়ুন- কালো তালিকা থেকে ভারত বিরোধী কার্যকলাপে অভিযুক্ত ৩১২ শিখের নাম তুলে নিল কেন্দ্র

ভিডিয়ো ওই পুলিসকর্মীদের মারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা যায় রিঙ্কুকে। তিনি জানান, যদি তাঁর ভুল হয়ে থাকে থানায় নিয়ে যাওয়া উচিত। সিনিয়র পুলিস অফিসার ধর্মবীর সিং বলেন, “মদ্যপ ছিলেন রিঙ্কু। কিন্তু এভাবে ওকে মারা কখনই মেনে নেওয়া যায় না।” তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়ে বলে জানান ধর্মবীর সিং।  

.