নির্বাচন শেষ হল, মায়ার মূর্তির পর্দা উঠল

উত্তরপ্রদেশের নির্বাচন শেষ। রবিবার শুরু হল রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মায়াবতীর ও বহুজন সমাজ পার্টি(বিএসপি)-র নির্বাচনী প্রতীক হাতির মূর্তি থেকে পর্দা তোলার কাজ।

Updated By: Mar 4, 2012, 10:36 AM IST

উত্তরপ্রদেশের নির্বাচন শেষ। রবিবার শুরু হল রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মায়াবতীর ও বহুজন সমাজ পার্টি(বিএসপি)-র নির্বাচনী প্রতীক হাতির মূর্তি থেকে পর্দা তোলার কাজ।
নির্বাচনীবিধি লঙ্ঘনের অভিযোগে, উত্তরপ্রদেশ নির্বাচনের আগে ৭ জানুয়ারি সে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি অর্থে তৈরি বিএসপি সুপ্রিমো মায়াবতী ও তাঁর দলের নির্বাচনী প্রতীক হাতির মূর্তি ঢেকে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন শেষে মূর্তিগুলি থেকে কাপড় সরিয়ে নেওয়া হবে বলেও জানায় কমিশন। সেই নির্দেশ মতো ৭ দফা নির্বাচন চলাকালীন ঢাকা থাকে মূর্তিগুলি। শনিবার নির্বাচন শেষ হতেই মূর্তি থেকে কাপড় সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুমতি দেয় নির্বাচন কমিশন।
উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন আধিকারিক উমেশ সিন্হা জানান, মূর্তিগুলি থেকে পর্দা সরানোর জন্য রাজ্য সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

.