রেশন কার্ড বিলিতে বেনিয়মের অভিযোগ, অখিলেশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের

অখিলেশ সরকারের আমলে রেশন কার্ড বিলিতে বেনিয়ম হয়েছে, এমনই দাবি যোগী আদিত্যনাথের। আর এই অভিযোগের ভিত্তিতে অখিলেশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল যোগী সরকার।  

Updated By: Apr 13, 2017, 01:26 PM IST
রেশন কার্ড বিলিতে বেনিয়মের অভিযোগ, অখিলেশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ যোগী আদিত্যনাথের

ওয়েব ডেস্ক: অখিলেশ সরকারের আমলে রেশন কার্ড বিলিতে বেনিয়ম হয়েছে, এমনই দাবি যোগী আদিত্যনাথের। আর এই অভিযোগের ভিত্তিতে অখিলেশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল যোগী সরকার।  

গেরুয়া বসনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নজর এবার রেশন কার্ডে! ক্ষমতায় এসে প্রথমেই  ৮০ লাখ রেশন কার্ড বাতিল করেছিলেন, কারণ রেশন কার্ডে ছিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ছবি। এবার গোটা পক্রিয়াকেই বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করতে হবে ফ্রেশ সার্ভে, যেখানে বিপিএল তালিকাভুক্ত নাগরিকদের একটি স্বতন্ত্র তালিকা থাকবে, এমনই নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ যোগী। 

এত না হয় গেল পক্রিয়াগত পরিবর্তন। যোগী চাইছেন নতুন রেশন কার্ড হবে আরও উন্নত প্রযুক্তির। আধার নম্বর তো থাকবেই সঙ্গে রেশন কার্ডে থাকবে সিলিকন চিপ এবং বারকোডও। এই বিষগুলোর সহায়তায় রেশনভুক্ত নাগরিকের সব নথিই খুব সহজেই রেকর্ডেড থাকবে সরকারের কাছে।  

.