জাতীয় সংগীত শুনে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে গেল নিতিন গড়করীর

গোটা ঘটনার কথা নিজেই টুইট করেছেন গড়করী। তিনি লিখেছেন, সুগার কমে যাওয়াতেই ওই সমস্যা হয়েছে

Updated By: Dec 7, 2018, 03:43 PM IST
জাতীয় সংগীত শুনে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে গেল নিতিন গড়করীর

নিজস্ব প্রতিবেদন: জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়াতেই বিপত্তি। মাথা ঘুরে গেল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করীর। মহারাষ্ট্রের আহমেদনগরে এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বড়সড় আঘাত পাওয়ার হাত থেকে কোনওক্রমে বেঁচে গেলেন গড়করী।

আরও পড়ুন-জলপাইগুড়িতে বিজেপির বাস আটকানোয় ধুন্ধুমার, মাথা ফাটল পুলিসের

শুক্রবার আহমেদনগরে ওই বিশ্ববিদ্যালেয়র সমাবর্তন অনুষ্ঠানে যান নিতিন গড়করী। সেখানে বক্তব্য রাখার পর নিজের আসেন ফিরে আসেন। এরপর অনুষ্ঠানের মধ্যে জাতীয় সংগীত বাজানো হয়। তা শোনার পরই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তার পরই তিনি মাথা ঘুরে ঢলে পড়েন। পাশেই ছিলেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। তিনিই গড়করীকে ধরে ফেলেন।

প্রায় মিনিট দশেক নিজের চেয়ারে অচেতন অবস্থায় বসে থাকেন গড়কির। তাঁকে জল ও মিষ্টি খাওয়ানো হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি সিরিডির উদ্দেশ্যে রওনাও দিয়ে দেন।

আরও পড়ুন-অমিত ছাড়াই কোচবিহারে 'মুখরক্ষা'র সভা বিজেপির

গোটা ঘটনার কথা নিজেই টুইট করেছেন গড়করী। তিনি লিখেছেন, সুগার কমে যাওয়াতেই ওই সমস্যা হয়েছে। চিকিত্সা হয়েছে। এখন ভালো আছি।

 

.