Weather: শীতের পথে বাধা, বাড়ল তাপমাত্রা! ফের পারদ পতন...
আজ বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
অয়ন ঘোষাল: ভরা শীতের মরসুমে আজ থেকে সাময়িক শীত গায়েব রাজ্যে। আজ শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উপকূলের চার জেলায়। মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গে। শীতের আমেজে কাঁটা। বেশ কিছুটা বাড়ল তাপমাত্রা। ৬ ডিসেম্বর থেকে ফের পারদ পতন। ৯ ডিসেম্বর থেকে পশ্চিমের জেলায় জাঁকিয়ে শীত।
ঘূর্ণিঝড় ফেনজল
সমুদ্র পৃষ্ঠে শেষ পর্যন্ত গত ৬ ঘণ্টায় শক্তি বাড়াল গভীর নিম্নচাপ। তৈরি হল ঘূর্ণিঝড়। নাম হল ফেনজল। বেলা ১২ টা থেকে ২ টোর মধ্যে যে কোনও সময়ে ল্যান্ডফল। গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। পুদুচেরী উপকূলে ল্যান্ডফল। আজ বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংকা ও অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
সিস্টেম
নতুন করে উত্তর পশ্চিম ভারতে তৈরি হল পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে হিমাচল এবং উত্তরাখণ্ড রাজ্যের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভবনা বাড়ল। জম্মু কাশ্মীর এবং লাদাখে কোনও কোনও উঁচু এলাকায় হিমাঙ্কের নিচে নামতে পারে পারদ।
দক্ষিণবঙ্গে
সাময়িক গায়েব শীত। জলীয় বাষ্প পূর্ণ পশ্চিমী হওয়া বইছে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়লো বেশ কিছুটা। আগামী ৪৮ ঘন্টায় একই থাকবে তাপমাত্রা।৬ ডিসেম্বর থেকে ফের পারদ পতন। ৯ ডিসেম্বরের পর পশ্চিমের জেলায় জাঁকিয়ে শীত। গাঙ্গেয় জেলাতেও ফিরবে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে। আজ থেকে বৃষ্টি উপকূলে। উপকূলের চার জেলাতে সোমবার পর্যন্ত বৃষ্টি। কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে কাল সামান্য বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সামান্য সম্ভবনা। সারাদিন মেঘলা আকাশ।
উত্তরবঙ্গ
আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই।
কলকাতা
পারদ উত্থানের প্রবণতা বহাল। সারাদিন মেঘলা আকাশ। আজ এবং কাল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। ডিসেম্বরের ৬ তারিখ থেকে সামান্য পারদ পতন। শীতের জমাট আমেজ ফিরতে পারে ৯ ডিসেম্বরের পর।
কলকাতার তাপমান
৪৮ ঘণ্টায় ৪ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা। পরশু রাতের ২১ ডিগ্রি থেকে আরও বেড়ে গতকাল রাতের তাপমাত্রা ২২.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ থেকে বেড়ে ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সামান্য বৃষ্টি হয়েছে।
ভিন রাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ ইয়ানাম রায়লসীমাতে। ঘন কুয়াশার সতর্কবার্তা রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের কিছু এলাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)