পিছিয়ে পড়া শ্রেণির পদোন্নতিতে `হ্যাঁ` কেন্দ্রের

অনগ্রসর শ্রেণিভুক্ত তফশিলি জাতি ও উপজাতির পদোন্নতি সংক্রান্ত সংরক্ষণ বিলে ইতিবাচক সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে মঙ্গলবার এ নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বিলে সবুজ সঙ্কেত দেয় মন্ত্রিসভা। এবার বিলটি লোকসভায় পেশ করা হবে।

Updated By: Sep 4, 2012, 07:17 PM IST

অনগ্রসর শ্রেণিভুক্ত তফশিলি জাতি ও উপজাতির পদোন্নতি সংক্রান্ত সংরক্ষণ বিলে ইতিবাচক সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে মঙ্গলবার এ নিয়ে আলোচনা হয়। আলোচনার পর বিলে সবুজ সঙ্কেত দেয় মন্ত্রিসভা। এবার বিলটি লোকসভায় পেশ করা হবে।
কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিরোধীদের ধারাবাহিক বিক্ষোভে সংসদ অচল। তাই চলতি অধিবেশনে এই বিল পাশ করান কতখানি সম্ভব হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে, বিএসপি সুপ্রিমো মায়াবতী বিজেপি ও তার সহযোগী দলগুলির কাছে গুরুত্বপূর্ণ এই বিল পাশের জন্য আগামী কয়েকদিন সংসদের কাজকর্মে বাধা না দেওয়ার আর্জি জানিয়েছেন। ইউপিএ শিবিরও আশাবাদী, চলতি অধিবেশনেই পাশ হবে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত বিল। তবে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি। সূত্রের খবর অনুযায়ী সংসদে নির্বিঘ্নে বিলতি পাস করাতে অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষকেও বিলের আওতায় আনার পরিকল্পনা করছে কেন্দ্র। কংগ্রেস তরফে সমাজবাদী পার্টি প্রধান মুলায়েম সিংকে এমনই আশ্বাস দেওয়া হয়েছে।

.