নাবালক অভিযুক্তের বয়সসীমা কমিয়ে ১৮ থেকে করা হল ১৬ বছর

Updated By: Aug 6, 2014, 11:41 PM IST
নাবালক অভিযুক্তের  বয়সসীমা কমিয়ে ১৮ থেকে করা হল ১৬ বছর

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডে নাবালকের শাস্তি নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। তার জেরেই এবার নাবালক অভিযুক্তের শাস্তি সংক্রান্ত আইন বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আইনে নাবালক অভিযুক্তের  বয়সসীমা কমিয়ে ১৮ থেকে করা হল ১৬ বছর। এই আইন চালু হলে বদল হবে বিচার প্রক্রিয়াতেও। ষোলো বছরের বেশি বয়স এমন কোনও কিশোর ধর্ষণ কিংবা গুরুতর অপরাধে অভিযুক্ত হলে, তাকে আদালতের বিচারের আওতায় আনা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে জুভেনাইল জাস্টিস বোর্ড।

নির্ভয়াকাণ্ডে ধর্ষণে অভিযুক্ত ছিল নাবালক এক কিশোর। তারও কঠোর শাস্তির দাবি উঠেছিল । কিন্তু নাবালক হওয়ায় জুভেনাইল কোর্টেই বিচার হয় ওই অভিযুক্তের। সংশোধনের জন্য তাকে তিন বছর হোমে রাখার নির্দেশ দেওয়া হয়। আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে ধর্ষণের মত অপরাধে অভিযুক্তেরা, এই অভিযোগে দেশজুড়ে তৈরি হয় তীব্র ক্ষোভ ।  তখনই জুভেনাইল আইন বদলের দাবি ওঠে।

 

.