এবার বাজেটে স্বাস্থ্যে খুব বেশি বাড়ছে না বরাদ্দ! ধাক্কা খেতে পারে সরকারের একাধিক প্রকল্প

বাজেটে সরকারের কাছে অতিরিক্ত ২০,০০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক

Updated By: Jan 28, 2020, 07:14 PM IST
এবার বাজেটে স্বাস্থ্যে খুব বেশি বাড়ছে না বরাদ্দ! ধাক্কা খেতে পারে সরকারের একাধিক প্রকল্প

নিজস্ব প্রতিবেদন: এবার কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে ১ ফেব্রুয়ারি। সূত্রের খবর, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ খুব বেশি বাড়াতে রাজি নয় কেন্দ্র।

অর্থমন্ত্রক সূত্রে খবর, এবার বাজেটে খুব বেশি হলে ৬৮,০০০ কোটি টাকা বরাদ্দ করতে পারে সরকার। অর্থাত্ গত অর্থবর্ষের তুলনায় তা মাত্র ৫,০০০-৬,০০০ কোটি  টাকা বেশি।

আরও পড়ুন-জেলে আমাকে যৌন হেনস্থা করা হয়েছে, সুপ্রিম কোর্টে অভিযোগ নির্ভয়ার দোষীর     

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে স্বাস্থ্য খাতে ৬২,৩৮৯ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার।  ওই বরাদ্দ ২০১৮-১৯ সালের বরাদ্দ থেকে ১৯ শতাংশ বেশি ছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, এবার বাজেটে সরকারের কাছে অতিরিক্ত ২০,০০০ কোটি টাকা চেয়েছে মন্ত্রক।  কারণ  মন্ত্রকের ওপর চাপ রয়েছে আয়ূষমান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র মতে প্রকল্পের। দেশের ১০.৭৪ কোটি মানুষকে পরিবারপিছু বাত্সরিক ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা দেয় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। বরাদ্দ উল্লেখযোগ্য ভাবে না বাড়ালে তা ধাক্কা খাবে।

আরও পড়ুন-ভিডিয়ো: বধূর হাত-পা বেঁধে রাতভর মার স্বামী-শ্বাশুড়ির, সারা গায়ে কালশিটে দাগ

স্বাস্থ্য খাতে বরাদ্দ কমলে ধাক্কা খেতে পারে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোগনার মতো প্রকল্প। আরও বড় ধাক্কা খেতে পারে আয়ূষমান ভারতের মতো প্রকল্প।

.