LIC-র শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা হতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স

নির্মলা সীতারামনের বাজেট পেশের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। এলআইসি-র আংশিক শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা করবার মাত্রই সেনসেক্সের পতন ৬০০ ছাড়াল। দোসর নিফটিও একই পথে। ১৭০ পয়েন্ট পতন হল নিফটি সূচকের।

Updated By: Feb 1, 2020, 01:57 PM IST
LIC-র শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা হতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নির্মলা সীতারামনের বাজেট পেশের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। এলআইসি-র আংশিক শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা করবার মাত্রই সেনসেক্সের পতন ৬০০ ছাড়াল। দোসর নিফটিও একই পথে। ১৭০ পয়েন্ট পতন হল নিফটি সূচকের।

ব্যাঙ্কের শেয়ার কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রায় দেড় শতাংশ ব্যাঙ্ক নিফটির পতন হয়। ভোগ্যপণ্যের শেয়ারেও উল্লেখযোগ্য পতন হয়। সকালে বাজার খুলতেই সেনসেক্স সূচকের পতন হয় ৩০০ পয়েন্ট। নিফটিও ১৫০ পয়েন্ট পড়েছে।

আরও পড়ুন- চাষে রাসায়নিক ব্যবহারে রাশ, কৃষিপণ্য পরিবহণের জন্য দেওয়া হবে এসি কোচ: সীতারামন 

এ দিন নির্মলা সীতারামন ঘোষণা করেন, আইডিবিআই ব্যাঙ্কের সরকারি অংশীদারিত্ব  ধাপে ধাপে কমবে। জীবন বিমা নিগমে এবার বেসরকারি অংশীদারিত্ব । LIC-র শেয়ার বিক্রি করবে সরকার। ব্যাঙ্ক আমানতের সুরক্ষা এক লক্ষ থেকে বেড়ে হচ্ছে ৫ লক্ষ টাকা। নির্মলা জানান, কর দেওয়ার ঝক্কি কমাতে প্রতিশ্রুতি বদ্ধ সরকার। এর জন্য নতুন কর কাঠামো নিয়ে আসে।

 

 

 

.