১৪ দিনের জন্য এনআইএ হেফাজতে নাভেদ

১৪ দিনের জন্য এনআইএ হেফাজত হল উধমপুর থেকে ধৃত পাক জঙ্গি নাভেদ ইয়াকুবের। 

Updated By: Aug 11, 2015, 03:23 PM IST
 ১৪ দিনের জন্য এনআইএ হেফাজতে নাভেদ

ব্যুরো: ১৪ দিনের জন্য এনআইএ হেফাজত হল উধমপুর থেকে ধৃত পাক জঙ্গি নাভেদ ইয়াকুবের। 

লস্কর জঙ্গিরা হামলা চালাতে পারে নাভেদের উপর। আশঙ্কা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই তড়িঘড়ি তাকে সোমবার সন্ধেতেই শ্রীনগর থেকে জম্মুতে নিয়ে আসা হয়। আজ ভোরে তাকে এনআইএ-র আদালতে তোলা হয়। 

তদন্তের স্বার্থে নাভেদের কাস্টোডির আবেদন জানায় এনআইএ। নাভেদের বিরুদ্ধে ইউপিএ প্রয়োগ করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলাও দায়ের করা হয়েছে। এই ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যদণ্ড। 
 
উধমপুর হামলার তদন্তে নেমে এখন এক ব্যবসায়ীকে হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। BSF কনভয়ে হামলায় ধৃত পাক জঙ্গি মহম্মদ নাভেদ ইয়াকুব ওরফে উসমানকে জেরা করে গোয়েন্দারা চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। জেরায় নাভেদ জানিয়েছে, শ্রীনগরের এক ব্যবসায়ী তাকে ও তার সঙ্গী মহম্মদ নোমানকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল। 

উধমপুর হামলায় BSF এর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় নোমান। কাশ্মীরে লস্কর-ই-তইবার নেটওয়ার্ক বাড়াতে আর সন্ত্রাসবাদী হানা চালিয়ে যাওয়ার জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল বলে জেরায় জানিয়েছে নাভেদ। তদন্তে এমনই দাবি গোয়েন্দাদের। তারপর থেকেই ওই ব্যবসায়ীর সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। 

 

 

 

.