মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান উদ্ধব ঠাকরে, হাত বাড়ালেন মানুষের দরবারে

এই প্রথম। প্রকাশ্যে ঘোষণা। মহারাষ্ট্রের রাজনীতির রশি ধরতে চান উদ্ধব ঠাকরে।

Updated By: Sep 13, 2014, 07:50 PM IST
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান উদ্ধব ঠাকরে, হাত বাড়ালেন মানুষের দরবারে

মুম্বই: এই প্রথম। প্রকাশ্যে ঘোষণা। মহারাষ্ট্রের রাজনীতির রশি ধরতে চান উদ্ধব ঠাকরে।

শিব সেনা প্রধান উদ্ধব শনিবার রাজনৈতিক আহ্বান রাখলেন  মানুষের কাছে। বিপুল ভোটে জয়ী করার ডাক দিনেল। কথা দিলেন প্রতারণা করবেন না।  আসন্ন বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের আসন বন্টন নিয়ে ভারতীয় জনতা দলের সঙ্গে ক্রমশ জটিল হচ্ছে  শিব সেনার সম্পর্ক। এই অবস্থায়  মহারাষ্ট্রের গেরুয়া রাজনীতির ভবিষ্যৎ একমাত্র শিব সেনার হাতের রয়েছে বলে দাবি করেন উদ্ধাব।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ""আমি চাই মানুষ আমাকে একটা সুযোগ দিক। আমি কথা দিচ্ছি অভিযোগের সুযোগ দেব না।'' তবে তিনি এখনই মুখমন্ত্রিত্বের স্বপ্ন না দেখলেও দায়িত্ব থেকে মুখ ফেরাবেন না বলে কথা দিয়েছেন শিব সেনা প্রমুখ।

তিনি আরও বলেন, ""মানুষকেই নির্ণয় করতে হবে, তাঁরা কাকে চান। তাঁদেরই সিদ্ধান্ত নিতে হবে আমাকে তাঁরা রাজ্যের মুখ হিসাবে দেখতে চান কী না? দায়িত্ব পেলে আমি মুখ ফিরিয়ে নেব না।''

 

.