মুম্বইয়ে ঢুকতে বিহারিদের প্রবেশ পত্র চান উদ্ধব
মুম্বইতে থাকার এবং চাকরি করার জন্য বিহারিদের বিশেষ অনুমতি পত্র থাকা উচিত। গত সপ্তাহে রাজ ঠাকরে মুম্বইতে কর্মরত বিহারিদের `অনুপ্রবেশকারি` বলার রেশ কাটতে না কাটতেই ফের এই বিতর্কিত মন্তব্য করলেন তারই ভাই এবং শিবসেনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে।
মুম্বইতে থাকার এবং চাকরি করার জন্য বিহারিদের বিশেষ অনুমতি পত্র থাকা উচিত। গত সপ্তাহে রাজ ঠাকরে মুম্বইতে কর্মরত বিহারিদের `অনুপ্রবেশকারি` বলার রেশ কাটতে না কাটতেই ফের এই বিতর্কিত মন্তব্য করলেন তারই ভাই এবং শিবসেনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে। শিবসেনার দলীয় মুখপত্র `সামনা`কে দেওয়া এক সাক্ষাৎকারে উদ্ভব বলেন, মুম্বই পুলিসকে যদি বিহার সরকারের অনুমতি নিয়ে কাজ করতে হয় তাহলে বিহার থেকে আগত মানুষদের মুম্বই বা মহারাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পত্র থাকা দরকার।
এই বিতণ্ডার সূত্রপাত গত সপ্তাহে। আজাদ ময়দানে গণ্ডগোলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুল কাদিরকে বিহারের সীতামারহি জেলা থেকে গ্রেফতার করে মুম্বই পুলিস। এ বিষয়ে স্থানীয় পুলিসকে অবহিত না করার অভিযোগ তোলে বিহার প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রককে না জানিয়ে অন্য রাজ্যে ঢুকে গ্রেফতারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর পরেই বিহার থেকে আসা মানুষদের `অনুপ্রবেশকারী`র তকমা দেন মহারাষ্ট্র নবনির্মান সেনার সুপ্রিমো রাজ ঠাকরে। বহুদিন ধরে সদ্ভাব না থাকলেও এই বিষয় ভাইয়ের বক্তব্যকেই সমর্থন করেছেন উদ্ধব। নীতীশ কুমারকে মহারাষ্ট্র পুলিসের কাজে অনাকাঙ্খিত মতামত না জানিয়ে নিজের রাজ্যের প্রশাসন নিয়ে চিন্তা করার উপদেশ দেন তিনি।