বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ে এখন আশঙ্কার মেঘ
আশঙ্কার মেঘ এখনও সরেনি। তার মধ্যেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে প্রাণচঞ্চল মুম্বই। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আরব সাগরে জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে৷ গতকালই, বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি বাড়ির নীচে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর৷
আশঙ্কার মেঘ এখনও সরেনি। তার মধ্যেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে প্রাণচঞ্চল মুম্বই। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আরব সাগরে জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে৷ গতকালই, বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি বাড়ির নীচে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর৷ মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটেছে পওয়াই এলাকায়৷ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও ট্রেন লাইনে জল জমে থাকায় সমস্যা বাড়ছে। তবু মুম্বইকরদের অদম্য প্রাণশক্তির চিরাচরিত চিত্র দেখা গেল মঙ্গলবার। আশঙ্কা বুকে নিয়েই কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন তাঁরা। বাণিজ্য নগরীর বহু এলাকা এখনও বানভাসি। জল ঠেলেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে শহরবাসীকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের ভারী বৃষ্টি হবে৷ তাই মুম্বই জুড়ে এখন আশঙ্কার মেঘ।
সোমবার রেকর্ড বৃষ্টির পর মুম্বইকরদের মনে উসকে দিয়েছিল ২০০৫-এর জুলাই মাসের স্মৃতি। সেদিন বৃষ্টির অঝোর ধারায় মুম্বইকে দেখিয়েছিল ভয়াবহতার ছবি। সোমবার মুম্বই বৃষ্টির ইনিংসটাও শুরু হয়েছিল সেভাবেই। প্রবল বর্ষণের কারণে গতকাল সন্ধ্যায় মুম্বই বিমানবন্দর আধ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। দৃশ্যমানতাও কমে গিয়েছিল। ফলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল আটটি উড়ান। শহরের বিভিন্ন জায়গায় জমে জল। তার জেরে লম্বা ট্রাফিক জ্যাম। গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে জলবন্দি হয়ে পড়ে মুম্বইয়ের নিচু এলাকাগুলি৷