রেলযাত্রীকে অচৈতন্য করে লুঠ খড়গপুরে

নীলাচল এক্সপ্রেসের এস-ওয়ান কামরা থেকে অচৈতন্য অবস্থায় দুজন যাত্রীকে উদ্ধার করল রেল পুলিস। তাঁদের সব কিছুই লুঠ হয়ে গিয়েছে বলে অভিযোগ।

Updated By: Nov 3, 2011, 03:22 PM IST

নীলাচল এক্সপ্রেসের এস-ওয়ান কামরা থেকে অচৈতন্য অবস্থায় দুজন যাত্রীকে উদ্ধার করল রেল পুলিস। তাঁদের সব কিছুই লুঠ হয়ে গিয়েছে বলে অভিযোগ। গতকাল দিল্লি থেকে পশ্চিম মেদিনীপুরের ন্যাড়াদেউলে নিজের বাড়িতে ফিরছিলেন শেখ আব্বাস আলি মল্লিক এবং শেখ আমিরুল আলি। সহযাত্রীরা তাঁদের খাবার খেতে দেন। ওই দুজন অচৈতন্য হয়ে পড়েন। এই সুযোগে দুষ্কৃতদীরা তাঁদের সর্বস্ব লুঠ করে নিয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে বাঁকুড়া রেল পুলিস তাঁদের উদ্ধার করে। প্রাথমিক চিকিত্সার পর দুজনকে সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.