সোপিয়ানে খতম ২ জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

অভি‌যান শুরু হতেই জওয়ানদের ঘিরে ধরে পাথর বৃষ্টি করতে থাকে এলাকার ‌যুবকরা

Updated By: Dec 19, 2017, 10:26 AM IST
সোপিয়ানে খতম ২ জইশ জঙ্গি, চলছে গুলির লড়াই

নিজস্ব প্রতিবেদন: সোপিয়ানে রাতভর অপারেশন চালিয়ে ২ জইশ জঙ্গিকে খতম করল সেনাবাহিনী। তল্লাশি অভি‌যান এখনও চলছে।

তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়েই সোমবার রাতে সোপিয়ানের বাটমুরান গ্রামে তল্লাশি শুরু করে সেনাবাহিনী। চলে আসে সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। কিন্তু অভি‌যান শুরু হতেই জওয়ানদের ঘিরে ধরে পাথর বৃষ্টি করতে থাকে এলাকার ‌যুবকরা। অবশেষে ভোরে ২ জঙ্গি খতম করতে সমর্থ হয় সেনা। আরও এক জনের খোঁজ চলছে।

অভি‌যান চালাতে গিয়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ান। রাজ্যের আইজি মুনির খান জানিয়েছেন, দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় জঙ্গি একটি বাড়ির মধ্যে লুকিয়ে রয়েছে। মাঝেমঝ্যে সে গুলিও চালাচ্ছে।

 

.