জইশ-ই-মহম্মদ জঙ্গিদের ধাওয়া করে তেড়ে গুলি চালাচ্ছে সেনা বাহিনী
সোপিয়ানে লুকিয়ে ৩ জঙ্গি। সেই খবর পাওয়ার পরই সোপিয়ান জুড়ে জোর তল্লাসি শুরু করে সেনা বাহিনী। কিন্তু, শেষ খবর পাওয়া পর্যন্ত, সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে কারও হতাহতের খবর মেলেনি।
নিজস্ব প্রতিবেদন : সোপিয়ানে লুকিয়ে ৩ জঙ্গি। সেই খবর পাওয়ার পরই সোপিয়ান জুড়ে জোর তল্লাসি শুরু করে সেনা বাহিনী। কিন্তু, শেষ খবর পাওয়া পর্যন্ত, সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে কারও হতাহতের খবর মেলেনি।
আরও পড়ুন : বরফের মাঝেই ছুটছে ট্রেন, দেখুন কাশ্মীরের সেই ভাইরাল ভিডিও
সেনা সূত্রে জানা যাচ্ছে, সোপিয়ানের বাটমুরান গ্রামে ঢুকে পড়েছে বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গি। সোমবার ওই খবর পাওয়ার পরই ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা তল্লাসি শুরু করেন। শুধু তাই নয়, জঙ্গিদের খুঁজে বের করতে সিআরপিএফ-এর বেশ কয়েক ব্যাটেলিওনকেও মোতায়েন করা হয়। এরপর খবর পাওয়া যায়, সোপিয়ানের ওই গ্রামে জইশ-ই-মহম্মদ জঙ্গিরাই ঘাঁটি গেঁড়ে রয়েছে। কিন্তু, লুকিয়ে থাকা জঙ্গিদের নিশানা করতেই সেনা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে পাল্টা পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় কিছু যুবক। এরপর উপায়ন্তর না দেখে সেনা বাহিনীও পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে।
পাকিস্তান থেকেই প্রশিক্ষণ নিয়ে জইশের ওই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে বলেও জানা যায়।