মাটিতে ধস, হুরমুড়িয়ে ভেঙে পড়ে আবাসনের একাংশ! দেওয়াল চাপা পড়ে মৃত ২

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দমকল বাহিনীর সাহায্যে ইতিমধ্যেই ওই আবাসনের আরও ১৯ জন বাসিন্দাকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Updated By: Jul 30, 2019, 09:34 AM IST
মাটিতে ধস, হুরমুড়িয়ে ভেঙে পড়ে আবাসনের একাংশ! দেওয়াল চাপা পড়ে মৃত ২
ছবি: এএনআই।

নিজস্ব প্রতিবেদন: বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা এখন জলমগ্ন, বিপর্যস্ত। মহারাষ্ট্রের থানেতেও কোমর-জলে আটকে রয়েছেন বহু মানুষ। এরই মধ্যে থানের কলবা এলাকায় মাটিতে ধস নেমে আচমকাই হুরমুড়িয়ে ভেঙে পড়ল একটি আবাসনের একাংশ। এই ঘটনায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ২ জনের, গুরুতর আহত হয়েছেন আরও এক জন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার মধ্যরাতে মাটিতে ধস নেমে আচমকাই হুরমুড়িয়ে ভেঙে পড়ে পুরনো একটি আবাসনের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দমকল বাহিনীর সাহায্যে ইতিমধ্যেই ওই আবাসনের আরও ১৯ জন বাসিন্দাকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থ নিখোঁজ! তদন্তে পুলিস

থানের কলবা এলাকা ছাড়াও রাবোডি এলাকায় ভেঙে পড়ে প্রায় ২০ বছরের পুরনো আর একটি বহুতলের একাংশ। জানা গিয়েছে, সোমবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ওই বহুতলটির দোতলার একটি অংশ ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

.