Tripura:খোয়াইয়ে কী ঘটেছিল? দেবাংশু-জয়া-সুদীপের সঙ্গে কী হয়েছিল?Video চাইল হাইকোর্ট

দু'সপ্তাহ পর হবে মামলার পরবর্তী শুনানি।

Updated By: Aug 18, 2021, 01:20 PM IST
 Tripura:খোয়াইয়ে কী ঘটেছিল? দেবাংশু-জয়া-সুদীপের সঙ্গে কী হয়েছিল?Video চাইল হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় তৃণমূল নেতাদের করা মামলায় এবার হস্তক্ষেপ করল ত্রিপুরা হাইকোর্ট। খোয়াই থানার ভিতর ঠিক কী ঘটেছিল? দেবাংশু, জয়া, সুদীপদের সঙ্গেও বা কী হয়েছিল? সমস্ত ঘটনার কেস ডাইরি চেয়ে পাঠালো ত্রিপুরা হাইকোর্ট। দু'সপ্তাহ পর হবে মামলার পরবর্তী শুনানি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে 'বেআইনি' FIR খারিজের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করে তৃণমূল। বুধবার হল সেই মামলার শুনানি। এবার সেই মামলায় হস্তক্ষেপ করল আদালত। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন খোয়াই থানায় গিয়েছিলেন, সেদিন থানার ভিতরে ঠিক কী হয়েছিল? সেই ভিডিয়ো চেয়ে পাঠালেন বিচারপতি। চাওয়া হল কেস ডাইরিও।

আরও পড়ুন: Subhas Chandra Bose:১৮ অগাস্ট নেতাজির মৃত্যু! BJP-Congress-এর টুইটে বিতর্ক,সরব TMC

আরও পড়ুন: New Delhi: 'Afghan ভাই-বোনদের পাশে দাঁড়াবে ভারত', জরুরি বৈঠকে বার্তা Modi-র

একই সঙ্গে যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাদের উপর যে হামলার অভিযোগ করেছে তৃণমূল। সেই কেস ডাইরিও চাইল আদালত।

.