সিপিআইএমের ডাকে সর্বাত্মক বন্ধ ত্রিপুরায়
পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরায় সিপিআইএমের ডাকে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে সর্বাত্মক সাড়া পড়েছে। বনধের জেরে গোটা রাজ্যই অচল হয়ে পড়ে। সকাল থেকেই রাস্তায় যান চলাচল সেভাবে চোখে পড়েনি।
পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরায় সিপিআইএমের ডাকে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে সর্বাত্মক সাড়া পড়েছে। বনধের জেরে গোটা রাজ্যই অচল হয়ে পড়ে। সকাল থেকেই রাস্তায় যান চলাচল সেভাবে চোখে পড়েনি। দোকান, বাজার কিছুই খোলেনি। সরকারি দফতর, স্কুল, কলেজ, বেসরকারি সংস্থার দফতরগুলিও ছিল ফাঁকা। আগরতলা স্টেশনও ট্রেন চলাচল ছিল বন্ধ। বনধ সর্বাত্মক হলেও, ত্রিপুরায় কোথাও বনধের সমর্থনে বাম কর্মীদের বিক্ষোভ অবস্থান করতে দেখা যায়নি। তবে আগরতলা স্টেশনে সকালের দিকে কিছু বিজেপি সমর্থক পিকেটিং করেন।