করোনা সংক্রমণের প্রভাব এবার ট্রেনে, বাতিল ৫৬ টি ট্রেন
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্য়া ১৭,৫০১ জন। ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ,corona র দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ জটিল হচ্ছে ট্রেন পরিষেবা। এখনও অব্দি শিয়ালদহ রুটের ট্রেনের চালক ও গার্ড মিলিয়ে মোট ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আবারও বাতিল করা হল লোকাল ট্রেন। এখনও পর্যন্ত হাওড়া বিভাগের ট্রেন পরিষেবা নিয়ে কোনও সিদ্ধান্ত জানান হয়নি।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্য়া ১৭,৫০১ জন। ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে ,corona র দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ জটিল হচ্ছে ট্রেন পরিষেবা। এখনও অব্দি শিয়ালদহ রুটের ট্রেনের চালক ও গার্ড মিলিয়ে মোট ৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আবারও বাতিল করা হল লোকাল ট্রেন। এখনও পর্যন্ত হাওড়া বিভাগের ট্রেন পরিষেবা নিয়ে কোনও সিদ্ধান্ত জানান হয়নি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, 'পরিস্থিতি ভয়াবহ, করোনায় আক্রান্ত হওয়ার কারণে ৯০ জনের মতো চালক ও গার্ড কাজে যোগ দিতে পারেননি। তাই আমরা ৫৬টি লোকাল ট্রেন বাতিল করেছি। যথাযথ চেষ্টা করছি যাতে মেল বা এক্সপ্রেস ট্রেন পরিষেবায় কোনও প্রভাব না পড়ে।'
আরও বলেন, 'দিনের ব্যস্ত সময় নয়, এমন সময় দেখেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।'
রেল বিভাগের তরফে জানান হয়েছে মাস্ক না পরলে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে।
এখনও পর্যন্ত যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে তার তালিকা দেওয়া হল
০২০১৯ হাওড়া - রাঁচি
০২০২১ রাঁচি - হাওড়া
০২৩৩৯ হাওড়া - ধানবাদ
০২৩৪০ ধানবাদ - হাওড়া
০৩০২৭ হাওড়া - আজিমগঞ্জ
০৩০২৮ আজিমগঞ্জ - হাওড়া
০৩০৪৭ হাওড়া - রামপুরহাট
০৩০৪৮ রামপুরহাট - হাওড়া
০৩১১৭ কলকাতা-লালগোলা
০৩১১৮ লালগোলা-কলকাতা
০৩১৮৭ শিয়ালদহ - রামপুরহাট
০৩১৮৮ রামপুরহাট - শিয়ালদহ
০৩৪০১ ভাগলপুর - দানাপুর
০৩৪০২ দানাপুর - ভাগলপুর
০৩৫০২ আসানসোল- হলদিয়া
০৩৫০১ হলদিয়া - আসানসোল
এদিকে দক্ষিণ রেল বিভাগ (SCR) মুম্বই,নাগপুর, হায়দরাবাদের দিকে ১০ টা ট্রেন ইতিমধ্যেই বাতিল করেছে। তবে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে ট্রেন পরিষেবা স্বাভাবিক, ট্রেন চলাচল বন্ধ হবে না।