স্লিপার ক্লাসে ১৪০ টাকায় মিলবে দুটি বেডশিট ও একটি বালিশ

ট্রেন যাত্রীদের জন্য সুখবর। এবার স্লিপার ক্লাসেও মিলবে বেড রোল। ১৪০ টাকা দিলে দুটি বেডশিট এবং একটি বালিশ পাবেন ট্রেন যাত্রীরা। আরও একশো দশ টাকা দিলে মিলবে কম্বল। এই পরিষেবা সব স্টেশনে শুরুর আগে ট্রায়াল চালাতে চায় রেল কর্তৃপক্ষ। তাই আপাতত শুরু হচ্ছে দেশের মোট চারটি স্টেশনে। আপাতত এই পরিষেবা চালু হচ্ছে নিউ দিল্লি, হজরত নিজামুদ্দিন, ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং মুম্বই সেন্ট্রাল। অর্থাত্‍ ‍দিল্লি বা  মুম্বই থেকে কলকাতায় যাঁরা এই শীতে আসবেন, তাঁরা এই সুবিধা অনায়াসেই পাবেন। তবে বেড রোড পেতে আগে ভাগেই জানিয়ে রাখতে হবে। আইআরসিটিসির ওয়েবসাইটে অনলাইনে বুক করতে হবে বেডরোল।

Updated By: Dec 10, 2015, 10:11 PM IST
স্লিপার ক্লাসে ১৪০ টাকায় মিলবে দুটি বেডশিট ও একটি বালিশ

ওয়েব ডেস্ক: ট্রেন যাত্রীদের জন্য সুখবর। এবার স্লিপার ক্লাসেও মিলবে বেড রোল। ১৪০ টাকা দিলে দুটি বেডশিট এবং একটি বালিশ পাবেন ট্রেন যাত্রীরা। আরও একশো দশ টাকা দিলে মিলবে কম্বল। এই পরিষেবা সব স্টেশনে শুরুর আগে ট্রায়াল চালাতে চায় রেল কর্তৃপক্ষ। তাই আপাতত শুরু হচ্ছে দেশের মোট চারটি স্টেশনে। আপাতত এই পরিষেবা চালু হচ্ছে নিউ দিল্লি, হজরত নিজামুদ্দিন, ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং মুম্বই সেন্ট্রাল। অর্থাত্‍ ‍দিল্লি বা  মুম্বই থেকে কলকাতায় যাঁরা এই শীতে আসবেন, তাঁরা এই সুবিধা অনায়াসেই পাবেন। তবে বেড রোড পেতে আগে ভাগেই জানিয়ে রাখতে হবে। আইআরসিটিসির ওয়েবসাইটে অনলাইনে বুক করতে হবে বেডরোল।

.