চার রাজ্যে উপনির্বাচনের ফলাফল-Track Live-বিহারে মহাজোটের কাছে মৃদু ধাক্কা খেল বিজেপি, কর্নাটকে চমকপ্রদ জয় কংগ্রেসের

লোকসভা নির্বাচনের পর প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হল...

Updated By: Aug 25, 2014, 04:28 PM IST

ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনের পর প্রথম ভোট পরীক্ষার ফল প্রকাশিত হল। চার রাজ্যে ১৮ টি বিধানসভা উপনির্বাচনে নজর কাড়ল বিহারের মহাজোট।  বিহারে ১০টি আসনের মধ্যে ৬টি আসনে জয়ী হল মহাজোট। যে মহাজোটে একসঙ্গে লড়েছে বিহারের যুযুধান দুই পক্ষ, নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব।

 

(কোন কেন্দ্রে কে জয়ী জেনে নিন এখানে ক্লিক করে)

বিহারের ১০টি আসনের ভোটগণনা Live
Seats-10। RJD + JDU+ CONG leading-6, BJP leading-4
বিজেপি ৪টিতে জয়ী, জেডিইউ+ আরজেডি জয়ী ৫টি আসনে, কংগ্রেস জয়ী ১টিতে

লোকসভার নিরিখে এই ১০টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল বিজেপি।

-------------------------------------------------------------------------------------------

পাঞ্জাবের ২টি আসনের ভোটগণনা Live
Seats-2, CONG Win-1, SAD lead-1,
পাতিয়ালা কেন্দ্রে জয়ী কংগ্রেস। শিরোমনি অকালি দল এগিয়ে তালওয়ান্দি শাবো আসনে।

পাতিয়ালা কেন্দ্রে জিতলেন অমরিন্দর সিংয়ের স্ত্রী প্রীনিত কর।

-----------------------------------------------

কর্নাটকের ৩টি ভোটগণনা Live
Seats-3, Cong win-2, BJP lead-1

চিকোদা-সাদলাগা ও বালারি কেন্দ্রে জয়ী কংগ্রেস। শিকারিপুরে এগিয়ে বিজেপি

বিজেপির শক্ত ঘাঁটি বালারিতে জয় পেল কংগ্রেস

--------------------------------------

মধ্যপ্রদেশের ৩টি ভোটগণনা Live
Seats-3, BJP win-2,congres leading-1

দুটি আসনে বিজেপি প্রার্থী জয়ী, একটি আসনে এগিয়ে কংগ্রেস

 

.