স্বামীর বিপদ কাটাতে বিয়ের রাতেই বধূকে 'ধর্ষণ' দেওর, তান্ত্রিকের
ওয়েব ডেস্ক: স্বামীর জীবনের ঝুঁকি দূর করার অছিলায় বিয়ের প্রথম রাতেই নববিবাহীতাকে ধর্ষণ করার অভিযোগ উঠল দেওর ও তান্ত্রিকের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীরও মদত ছিল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মেরঠের লিসারি গেট এলাকার বাসিন্দা। চলতি মাসের ১৫ তারিখ হাপুর জেলার এক কাপড় ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের রীতি শেষ হওয়ার পরই তাঁকে শ্বশুরবাড়ির তরফে মাদক মিশ্রিত পানীয় দেওয়া হয়। তারপরই তিনি আংশিক অচৈতন্য হয়ে পড়েন। অভিযোগ, রাতে স্বামীর দরজার বাইরে দাঁড়িয়ে থাকলেও, দেওর ও এক তান্ত্রিক তাঁর ঘরে ঢোকে। এরপর তাঁকে ধর্ষণ করা হয়। এরপরই শ্বশুরবাড়ির তরফে তাঁকে এই কুসংস্কারের দোহাই দেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। এরপর তিনি বাপেরবাড়ি ফিরে আসেন। এক সপ্তাহ পর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা পলাতক।