জিএসটির ২৮ শতাংশের স্তর প্রত্যাহার করা উচিত, পরামর্শ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার
এদিন অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেন, জিএসটি সরলীকরণের জন্য ২৮ শতাংশের স্তরের অবলুপ্তি ঘটানো আবশ্যিক। বদলে সেস চালু রাখে যেতে পারে। সেক্ষেত্রে সেস-এর হাস অভিন্ন রাখতে হবে।
নিজস্ব প্রতিবেদন: জিএসটির সরলীকরণের জন্য সবার আগে করের ২৮ শতাংশের স্তরকে অবলুপ্ত করা প্রয়োজন। মন্তব্য করলেন কেন্দ্রের বিদায়ী মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম। তবে সেস বহাল রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।
আগামী বছরের মে-তে কার্যকাল শেষ হওয়ার কথা ছিল সুব্রহ্মণ্যমের। তবে তার আগে, গত সপ্তাহেই অর্থমন্ত্রক ছাড়তে চলেছেন বলে জানান তিনি। সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলিরও আকুণ্ঠ প্রশংসা করেন তিনি। পালটা বার্তায় ফেসবুকে জেটলি লেখেন, 'উনি ৪ বছর আমাদের সঙ্গে ছিলেন। পরিবারের প্রতি নিজের কর্তব্য নির্বাহ করতে দেশ ছাড়তে হবে তাঁকে। তাই আমি তাঁকে কোনওভাবেই আটকাতে পারিনি। কিন্তু আমি জানি ওঁর মন সব সময় এদিকে পড়ে থাকবে। আশাকরি দরকারে সব সময় আমাদের মূল্যবান পরামর্শ দিতে থাকবেন তিনি।'
এদিন অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেন, জিএসটি সরলীকরণের জন্য ২৮ শতাংশের স্তরের অবলুপ্তি ঘটানো আবশ্যিক। বদলে সেস চালু রাখে যেতে পারে। সেক্ষেত্রে সেস-এর হাস অভিন্ন রাখতে হবে।
সেনাকে নিয়ে রাজনীতি করছে কেন্দ্র, বিজেপির বিরুদ্ধে ফের সরব কংগ্রেস
বর্তমানে দেশে জিএসটির ৫টি স্তর চালু রয়েছে। ০, ৩, ৫, ১২ ও ২৮ শতাংশ। সাধারণত বিলাসসামগ্রীর ওপরেই চড়া হারে কর বসায় জিএসটি কাউন্সিল। তবে সেই স্তরের অবলুপ্তির সুপারিশ করে পণ্যভেদে সেস লাগুর পরামর্শ দিলেন সুব্রহ্মণ্যম।