এবার নতুন চাকরি, সিবিএসসি পরীক্ষায় লাগবে আধার কার্ড

Updated By: Oct 2, 2017, 02:57 PM IST
এবার নতুন চাকরি, সিবিএসসি পরীক্ষায় লাগবে আধার কার্ড

ওয়েব ডেস্ক:  এবার সিবিএসসি বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলক করা হচ্ছে আধার কার্ড। এমনকী সরকারি চাকরি পেতে গেলেও লাগবে আধার।

আইসিএসই পরীক্ষায় বসতে গেলে আগেই আধার কার্যকর করা হয়।সিবিএসই বোর্ড সূত্রে জানা গিয়েছে, নবম ও একাদশ শ্রেণির পরীক্ষায় বসতে গেলে নাম নথিভুক্ত করতে আধার নম্বর বাধ্যতামূলক। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু করা হবে। কোনও পড়ুয়ার আধার কার্ড তৈরি না হয়ে থাকলে, রেজিস্ট্রেশনের সময় আধার এনরোলমেন্ট নম্বর দিতে হবে৷ নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক পড়ুয়াকে আধার কার্ড দেখাতে হবে৷ ভুয়ো পরীক্ষার্থী আটকানোর জন্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে বোর্ড সূত্রের খবর৷

শুধু বোর্ডের পরীক্ষার ক্ষেত্রেই নয়, এবার থেকে নতুন চাকরি পেতে গেলেও আধার কার্ড লাগবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোনও সংস্থায় কর্মী নিয়োগের সময়ে, তাঁর যাবতীয় তথ্য যাচাই করে নিতে হবে। আগে কর্মী নিয়োগে তাঁর যাবতীয় তথ্য যাচাই করে নিতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যেত। সেক্ষেত্রে কেবল এখন আধার কার্ডকেই বাধ্যতামূলক করা হচ্ছে। তাতে অন্ততপক্ষে ১৫ মিনিটের মধ্যেই কর্মী সম্পর্কে যাবতীয় তথ্য নিয়োগকারী সংস্থার হাতে থাকবে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু নামী সংস্থা কর্মী নিয়োগের সময়ে আধার কার্ডের মাধ্যমেই তথ্য যাচাই করে নিচ্ছে।

.