নির্দিষ্ট পোশাক-বিধি না মানলে আর ঢোকা যাবে না কাশী বিশ্বনাথের গর্ভগৃহে

এবার কাশী বিশ্বনাথ দর্শনে যাওয়ার কিছু নিয়ম-কনুন বেঁধে দিল সংগঠন। 

Updated By: Jan 13, 2020, 10:12 AM IST
নির্দিষ্ট পোশাক-বিধি না মানলে আর ঢোকা যাবে না কাশী বিশ্বনাথের গর্ভগৃহে

নিজস্ব প্রতিবেদন: বারানসী সফরের অন্যতম দর্শনীয় কাশী বিশ্বনাথের মন্দির। এমন মানুষ খুব কমই রয়েছেন যাঁরা একবার হলেও কাশী বিশ্বনাথের দর্শন করেননি। তবে এবার সেখানে যাওয়ার কিছু নিয়ম-কনুন বেঁধে দিল সংগঠন। এবার কাশী বিশ্বনাথ মন্দিরে শুরু হল 'ড্রেস কোড'। এবার থেকে প্যান্ট শার্ট পরে আর মন্দিরের গর্ভগৃহে ঢোকা যাবে না। মন্দিরের গর্ভগৃহে ঢুকতে হলে পুরুষদের অবশ্যই পড়নে থাকতে হবে ধুতি ও পাঞ্জাবী। মহিলাদের ক্ষেত্রেও রয়েছে বশ কিছু নতুন নিয়ম, শাড়ি ছাড়া মন্দিরের গর্ভগৃহে প্রবেশ একেবারেঅ নিষেধ।

আরও পড়ুন: যুবসমাজের শক্তি ফেরাতে স্মরণে রাখুন স্বামীজির বাণী

জানানো হয়েছে, সকাল এগারোটা পর্যন্ত গর্ভগৃহে ঢুকে পুজো করা যাবে। যদিও কাশী বিদ্দত পরিষদের ঘোষিত এই ড্রেস কোড কবে থেকে চালু হবে তা এখনও জানানো হয়নি। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে প্যান্ট শার্ট-সহ অন্যান্য পশ্চিমি পোশাক পরনে থাকলে মন্দিরে ঢোকাতে বারণ নেই, তবে গর্ভগৃহে ঢোকা যাবে না। 

.