স্পিকারকে মোদীর মুখপাত্র বলায় ক্ষমা চাইলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সংসদে বিশৃঙ্খলার দায়ে ক্ষমা চাইলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Updated By: Jul 9, 2014, 02:18 PM IST
সংসদে বিশৃঙ্খলার দায়ে ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদদের বিক্ষোভের জেরে আজ বেলা বারোটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রেল বাজেটের প্রতিবাদ, দলের মহিলা সাংসদদের শ্লীলতাহানির অভিযোগে গতকাল সংসদে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা।
সুমিত্রা মহাজন বিজেপির স্পিকার বলে মন্তব্য করেন তিনি। বারোটায় ফের অধিবেশন শুরু হলে বিবৃতি দেন লোকসভার স্পিকার। তৃণমূলের নাম না করে তিনি বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন আচরণ করা সাংসদদের পক্ষে কখনই উচিত নয়। এরপরই, নিজের মন্তব্যের জন্য স্পিকারের কাছে ক্ষমা চেয়ে নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।