আনসারিকে সমর্থন করতে পারে তৃণমূল

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী হামিদ আনসারিকে সমর্থন করতে পারে তৃণমূল। দলের অন্দরে খবর এমনই। আগামী কাল দিল্লিতে ইউপিএ শরিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে উপস্থিত থাকছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Updated By: Aug 5, 2012, 05:30 PM IST

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী হামিদ আনসারিকে সমর্থন করতে পারে তৃণমূল। দলের অন্দরে খবর এমনই। আগামী কাল দিল্লিতে ইউপিএ শরিকদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে উপস্থিত থাকছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। মধ্যহ্নভোজে যাওয়ার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সব সাংসদকে দিল্লিতে থাকার নির্দেশও দিয়েছেন তিনি।
আগামী মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দেবেন ৭৯০ জন সাংসদ। কংগ্রেসের দাবি, হামিদ আনসারির পক্ষে ৫০০ সাংসদের সমর্থন নিশ্চিত করে ফেলেছে তারা। অন্যদিকে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে জসবন্ত সিংকে সমর্থন করছে জেডিইউ, শিবসেনা সহ এনডি-র সব শরিক দল। শেষ মুহূর্তে নবীন পট্টনায়েক ও জয়ললিতার সমর্থন আদায়েরও চেষ্টা করছে বিজেপি।

.