অকালি দলের পাশে তৃণমূল

কৃষিবিল ইসুতে এনডিএ ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল। তবে বিজেপিকে তারা ইসুভিত্তিক সমর্থন জানাবে বলে মত প্রকাশ করেছে। এদিকে ডেরেক ও ব্রায়েন একটি টুইটে জানিয়েছেন, তৃণমূল সুখবীর সিং বাদল এবং অকালি দলকে সমর্থন জানাবে। কৃষকদের হয়ে লড়াই করাটা তৃণমূলের ডিএনএ-তে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের হয়ে লড়াই করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে ২৬ দিনের অনশন করেছিলেন। আমরা কৃষিবিলের বিরোধিতা করছি। 

Updated By: Sep 27, 2020, 03:31 PM IST
অকালি দলের পাশে তৃণমূল

 নিজস্ব প্রতিবেদন: কৃষিবিল ইসুতে এনডিএ ছেড়ে বেরিয়ে এল শিরোমণি অকালি দল। তবে বিজেপিকে তারা ইসুভিত্তিক সমর্থন জানাবে বলে মত প্রকাশ করেছে। এদিকে ডেরেক ও ব্রায়েন একটি টুইটে জানিয়েছেন, তৃণমূল সুখবীর সিং বাদল এবং অকালি দলকে সমর্থন জানাবে। কৃষকদের হয়ে লড়াই করাটা তৃণমূলের ডিএনএ-তে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের হয়ে লড়াই করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে ২৬ দিনের অনশন করেছিলেন। আমরা কৃষিবিলের বিরোধিতা করছি। 

ভারতের সংসদীয় রাজনীতিতে নানারকম ওলটপালট চলছে। সেখানে অকালি দলের পাশে তৃণমূলের দাঁড়ানোটা তাৎপর্যপূর্ণ।    

.