তৃণমূল সংসদীয় কমিটির বৈঠক আজ

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠক হতে চলেছে দিল্লিতে। বৈঠকে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রীর পদ থেকে দীনেশ ত্রিবেদীর ইস্তফার সিদ্ধান্ত নেওয়ার পর, এই বৈঠক তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Updated By: Mar 19, 2012, 12:13 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠক হতে চলেছে দিল্লিতে। বৈঠকে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রীর পদ থেকে দীনেশ ত্রিবেদীর ইস্তফার সিদ্ধান্ত নেওয়ার পর, এই বৈঠক তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই বৈঠক আলোচনা হতে পারে, পরবর্তী রেলমন্ত্রীর বিষয়ে। পরবর্তী রেলমন্ত্রী হিসেবে মুকুল রায়কেই যে চান মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রীকেও জানিয়ে দিয়েছেন। মুকুল রায় রেলমন্ত্রী হিসেবে কবে শপথগ্রহণ করবেন, এবং রেলমন্ত্রী কতটা অপেক্ষা করতে পারেন, তা নিয়ে আলোচনা হতে পারে সংসদীয় কমিটির বৈঠকে। বর্ধিত ভাড়া প্রত্যাহারের বিষয়ে আংশিক প্রত্যাহার মেনে নেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনার সম্ভাবনা থাকছে। উঠতে পারে রাজ্যসভায় মনোনয়ন প্রসঙ্গ।
ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যসভার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সেক্ষেত্রে বিরোধীদের ঠেকাতে এবং কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করতে রাজ্যসভা নির্বাচনে কী কৌশল নেবে তৃণমূল, তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। বেলা দুটোর সময় সংসদীয় কমিটির বৈঠক হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর।

.