সোনিয়ার ভোজসভাতেও প্রতিনিধি পাঠালেন মমতা

পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার সোনিয়া গান্ধীর মধ্যাহ্নভোজেও দলীয় প্রতিনিধি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের তরফে ভোজসভায় উপস্থিত ছিলেন দুই রাজ্যসভার সাংসদ, কে ডি সিং এবং সুখেন্দুশেখর রায়।

Updated By: Jul 18, 2012, 10:33 AM IST

পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার সিদ্ধান্ত বদলে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে সোনিয়া গান্ধীর ভোজসভাতেও দলীয় প্রতিনিধি পাঠালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শরিকদের সঙ্গে ঐকমত্যে পৌঁছনোর পর আজ নিজের বাসভবন ১০ জনপথে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। গত ১৩ জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য আহমেদ প্যাটেল মমতা বন্দ্যোপাধ্যায়কে সপারিষদ ভোজসভায় যোগদানের আমন্ত্রণ জানালেও সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন মুখ্যমন্ত্রী।
তবে ইউপিএ-র সমস্ত শরিকদলের শীর্ষনেতৃত্বকে ওই মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হলেও, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাতে যোগ দেননি। তৃণমূল কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধীর ভোজসভায় উপস্থিত ছিলেন দলের দুই রাজ্যসভার সাংসদ- পশ্চিমবঙ্গের সুখেন্দুশেখর রায় এবং ঝাড়খণ্ড থেকে নির্বাচিত কুমারদীপ ওরফে কে ডি সিং।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে রাজ্যসভায় নির্বাচিত কুমারদীপ সিং গত বছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে একদা প্রণব মুখোপাধ্যায় ঘনিষ্ঠ সুখেন্দুশেখর রায়ও গত বছর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই রাজ্যসভায় মনোনয়ন পান।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যাহ্নভোজে উপস্থিত থাকতে পারেননি। এদিনই কলকাতায় দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ বিরোধিতার পর গতকালই রাষ্ট্রপতি নির্বাচনে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করার কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সূত্রে খবর, উপরাষ্ট্রপতি পদেও ইউপিএ প্রার্থী হামিদ আনসারিকে সমর্থন করতে পারে তৃণমূল।

.