ট্রেন বাতিল হলে টিকিটের দাম ফেরত আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

রেল ‌যাত্রীদের জন্য বড়সড় খবর। ট্রেন বাতিল হলে টিকিটের পুরা টাকাটাই ফিরে আসবে ‌যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা হয়েছিল সেই অ্যাকাউন্টে। আইআরসিটিসির পক্ষ থেকে এক ট্যুইটে একথা জানানো হয়েছে।

Updated By: May 5, 2018, 11:22 PM IST
ট্রেন বাতিল হলে টিকিটের দাম ফেরত আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

নিজস্ব প্রতিবেদন: রেল ‌যাত্রীদের জন্য বড়সড় খবর। ট্রেন বাতিল হলে টিকিটের পুরা টাকাটাই ফিরে আসবে ‌যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা হয়েছিল সেই অ্যাকাউন্টে। আইআরসিটিসির পক্ষ থেকে এক ট্যুইটে একথা জানানো হয়েছে।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে জিতলে স্মার্টফোন দেবে বিজেপি, ঘোষণা মুকুলের 

উল্লেখ্য, সম্প্রতি রেল ঘোষণা করেছিল, কোনও ট্রেন ‌যদি তার ছাড়ার নির্দিষ্ট সময়ের ৩ ঘণ্টার মধ্যে না ছাড়ে তাহলে ‌যাত্রী টিকিটের টাকা দাবি করতে পারেন। পাশাপাশি ট্রেন ‌যদি অন্য কোনও রুটে ঘুরিয়ে দেওয়া হয় ও ‌যাত্রী ‌যদি ওই রুটে ‌যেতে না চান তাহলেও টিকিটের টাকা ফেরত দিতে হবে।

আরও পড়ুন-ভোট কবে?এখনও অনিশ্চিত,কিন্তু পঞ্চায়েত 'যুদ্ধ' জিততে দলের মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

টিকিট দালালদের ঠেকাতে নতুন ব্যবস্থা নিয়েছে সরকার। সেখানে বলা হয়েছে এজেন্টরা টিকিট বুক করতে পারবে সকাল ৮ থেকে সাড়ে আটটা, সকাল ১০টা থেকে সাড়ে দশটা, সকাল ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্যে। এতে টিকিটের কালোবাজারি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

.