উরিতে আত্মঘাতী হামলার ছক রুখে দিল সেনা, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক: গত বছর এই সেপ্টেম্বরেই উরির সেনা ক্যাম্পে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। ওই হামলায় শহিদ হন ১৯ জওয়ান। রবিবার প্রায় সেই রকমই এক জঙ্গি হামলার ছক বানচাল করে দিল সেনা।
গতকাল সকালে উরির কার্গিল এলাকায় তল্লাশি অভিযানে নামে সেনা ও কাশ্মীর পুলিশ। খবর ছিল ওই এলাকা দিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করছে পাক জঙ্গিরা। তল্লাশি শুরু হতেই গোলাগুলি শুরু করে দেয় জঙ্গিরা। প্রাথমিকভাবে ১ জঙ্গি সেনার গুলিতে নিহত হয়। আরও কয়েকজন জঙ্গির খোঁজে ফের জোরদার তল্লাশি শুরু করে দেয় সেনা। পরে মারা পড়ে আরও ২ জঙ্গি।
#WATCH #Visuals from Uri encounter in Jammu and Kashmir that took place yesterday in which three terrorists were gunned down pic.twitter.com/U0w36XuABf
— ANI (@ANI) September 25, 2017
আরও পড়ুন-ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি, পরের ম্যাচ জিতলেই টপকে যাবেন
জম্মু ও কাশ্মীরের ডিজি এস পি বেদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন, জঙ্গিরা গত বছরের মতো এবারও এক ভয়ঙ্কর আত্মঘাতী হামলার ছক কষেছিল জঙ্গিরা। গত বছর ১৮ সেপ্টেম্বর উরি হামলায় নিহত হন ১৯ জওয়ান। কিন্তু আগাম খবর থাকার ফলে সেরকমই এক হামলার পরিকল্পনা ভেস্তে গেল।
আরও পড়ুন-দেশের ৯ জায়গায় পরমাণু অস্ত্র লুকিয়ে রেখেছে পাকিস্তান, ফাঁস মার্কিন রিপোর্টে