মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চমোলী, হড়পা বানে ভেসে গেল দু’টি বাড়ি
জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধারের কাজে একটি দল পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: হড়পা বানে জলের তোড়ে ভেসে গেল দু’টি বাড়ি, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত তিনটি বাড়ি। সামনে দিয়ে প্রবল বেগে বইছে জলের স্রোত! রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চমোলী জেলার ধুরমা গ্রামে।
প্রবল বর্ষণে উত্তরাখণ্ডের চমোলী জেলার অধিকাংশ এলাকাই বিপর্যস্ত। তার উপর শনিবার রাতের মেঘভাঙা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চমোলী জেলার ধুরমা গ্রামের দু’টি বাড়ি হড়পা বানে ভেসে গিয়েছে। জলের তোড়ে মাটি ধসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত তিনটি বাড়ি।
Uttarakhand: Three houses damaged and two washed away in flash floods following a cloudburst that took place in Dhurma village in Chamoli District late last night. No casualties have been reported yet. District administration is reaching the spot. pic.twitter.com/j98uY6zCBT
— ANI (@ANI) September 8, 2019
আরও পড়ুন: ''দুঃখজনক সিদ্ধান্ত'', বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে জোমাটো
এই ঘটনায় খয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধারের কাজে একটি দল পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।