জম্মুর সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ, আহত ৩ শিশু

জম্মুতে ফের সেনাবাহিনীর ক্যাম্পের বাইরে বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছে তিন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি।

Updated By: Mar 5, 2017, 03:08 PM IST
জম্মুর সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ, আহত ৩ শিশু
ফাইল ফোটো

ওয়েব ডেস্ক : জম্মুতে ফের সেনাবাহিনীর ক্যাম্পের বাইরে বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছে তিন শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি।

আরও পড়ুন- ত্রালে সেনা-জঙ্গি গুলির লড়াই শেষ, শহীদ এক পুলিসকর্মী, নিকেশ ২ জঙ্গি

জানা গেছে, জম্মুর বারামুল্লা জেলার সোপরে আজ দুপুর সেনা ক্যাম্পের বাইরে তীব্র বিস্ফোরণের কেঁপে ওঠে। সেই সময় সেখানে খেলছিল এলাকারই কয়েকটি শিশু। তাদের মধ্যে তিনজন ঘটনায় আহত হয়।

অন্যদিকে, গতকাল রাত থেকে উপত্যকার ত্রালে হিজবুল জঙ্গিদের সঙ্গে পুলিস ও সেনার লড়াই চলার পর আজ সকালে তা শেষ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিসকর্মীর। নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে।

.