প্রজাতন্ত্র দিবসের সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া
শুক্রবার সকাল ৮টা নাগাদ হঠাত্ই বিস্ফোরণে কেঁপে ওঠে জাগুন পুলিস থানা সংলগ্ন এলাকা। ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায় সেখানে।
নিজস্ব প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসের সকালে তিনটি বিস্ফরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া। সকালে প্রথম বিস্ফোরণটি হয় তিনসুকিয়া সংলগ্ন জাগুন এলাকায়। তবে এই ঘটনায় কোহনও হতাহতের খবর মেলেনি। অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফের লেডু ও তিরাপ গেটের কাছে জোড়া বিস্ফোরণ হয়। এই ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠী ULFA(I)-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণ ঘটানোর জন্য IED ব্যবহার করা হয়েছিল।
#Breaking: After Jagun, bomb blasts in Lidu and Tirap Gate, Lekhapani. No casualty reports have informed till now. Police suspected ULFA(I) to be behind all three blasts.
— DY365 (@DY365) January 26, 2018
আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধীর জন্য বরাদ্দ হল চতুর্থ সারিতে আসন, ক্ষুব্ধ কংগ্রেস
জানা গেছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ হঠাত্ই বিস্ফোরণে কেঁপে ওঠে জাগুন পুলিস থানা সংলগ্ন এলাকা। ঘটনার তীব্র আতঙ্ক ছড়ায় সেখানে। ঘটনার তদন্ত শুরু হতেই ফের খবর মেলে জোড়া বিস্ফোরণের। তিনসুকিয়ার লেখাপানি সংলগ্ন লেডু ও তিরাপ গেটের কাছে বিস্ফোরণ ঘটে।
#Breaking: Bomb blast in front of the Jagun Police station on the Republic Day. No casualty reports till now.
— DY365 (@DY365) January 26, 2018