দিল্লির রাজপথে শুরু হল ৬৯তম সাধারণতন্ত্র দিবসের প্যারেড, দেখুন লাইভ স্ট্রিমিং
এবছরের প্যারে়ডে থাকবে ২৩টি সুসজ্জিত বাহন। এর মধ্যে ১৪টি বাহন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করবে। এবারের প্যারেডে প্রধান অতিথি হিসাবে হাজির রয়েছেন ১০ আশিয়ান দেশের রাষ্ট্রপ্রধানরা।
ওয়েব ডেস্ক: ধুমধাম করে গোটা দেশে পালিত হচ্ছে ৬৯তম সাধারণতন্ত্র দিবস। আর কিছুক্ষণের মধ্যের নয়া দিল্লির রাজপথে শুরু হবে সাধারণতন্ত্র দিবসের প্যারেড। হাজির থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারেডের আগে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেড অনলাইনে সরাসরি দেখাচ্ছে দূরদর্শন।
এবছরের প্যারে়ডে থাকবে ২৩টি সুসজ্জিত বাহন। এর মধ্যে ১৪টি বাহন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করবে। এবারের প্যারেডে প্রধান অতিথি হিসাবে হাজির রয়েছেন ১০ আশিয়ান দেশের রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে রয়েছেন মায়ানমারের কাউন্সেলর আং সাং সু কি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডুডু, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং, মালেশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রেজ্জাক, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যাং-ও-চা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক, ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতেরতে, কাম্পুচিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, লাওসের প্রধানমন্ত্রী থংলং শিশোলিথ, ব্রুনেইয়ের সুলতান হাসান আল বোলকিয়া।