বিহারে গরুচোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু হল ৩ জনের

এ ঘটনায় পুলিসের কাছে বিক্ষোভ দেখান মৃতদের পরিবাররা। এর আগে গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনার ঘটেছে বিহারে। গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইর দায়ের করে মৃতদের পরিবার

Updated By: Jul 19, 2019, 12:14 PM IST
বিহারে গরুচোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু হল ৩ জনের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: ফের গোরক্ষকদের তাণ্ডব। ফের মৃত্যু। এবার বিহারের সরন জেলার বানিয়াপুর গ্রামে। পুলিস জানাচ্ছে, শুক্রবার ভোর রাতে ট্রাক ভর্তি গরু নিয়ে যেতে দেখেন গ্রামবাসীরা। গরু চোর সন্দেহে ওই ট্রাক থামিয়ে ৩ ব্যক্তিকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এতটাই নির্মমভাবে মারা হয়, হাসপাতালে পৌঁছনর আগেই মৃত্যু হয় ওই ৩ জনের।

এ ঘটনায় পুলিসের কাছে বিক্ষোভ দেখান মৃতদের পরিবাররা। এর আগে গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনার ঘটেছে বিহারে। গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইর দায়ের করে মৃতদের পরিবার। পালটা গরু চোর সন্দেহে ওই ৩ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। গ্রামবাসীদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিস।

আরও পড়ুন- দুনিয়ার উদ্বাস্তুদের রাজধানী হতে পারে না ভারত, সুপ্রিম কোর্টে সাফ জানাল কেন্দ্র

ময়না তদন্তে পাঠানো হয়েছে ওই ৩ মৃতদেহ। চলতি মাসে বিজেপি শাসিত ত্রিপুরাতেও গরু চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। ৩৬ বছর বয়সী বুধি কুমার ত্রিপুরা নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।  

.