জলে এতই বিষ, মরে ভেসে উঠছে হাজার হাজার মাছ
দূষণের মাত্রা, মাত্রাতিরিক্ত। ফল, হাজার হাজার মাছের মৃত্যু। পুকুরের মাছ মরে তা ভেসে উঠছে। সেই ছবি দেখেই হতচকিত বেঙ্গালুরু। উলসুরের লেকে জল দূষণের পরিমাণ এতটাই বেশি, নিজেদের বিচরণ স্থানেও বেঁচে থাকতে পারছে না মাছ। রুই, কাতলা থেকে আরও নানান মাছ যারা এতদিন পর্যন্ত ওই লেকেই বড় হয়েছিল, আসতে আসতে তাঁরা সেখানেই জীবনের ইতি টানছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি, স্থানীয়দের অভিযোগ, এই লেকে এত বেশি পরিমাণে বর্জ্য পদার্থ ফেলা হয়েছে, তাতেই জলে বিষের পরিমাণ বেড়েছে এবং মাছেদের মৃত্যু হয়েছে।
ওয়েব ডেস্ক: দূষণের মাত্রা, মাত্রাতিরিক্ত। ফল, হাজার হাজার মাছের মৃত্যু। পুকুরের মাছ মরে তা ভেসে উঠছে। সেই ছবি দেখেই হতচকিত বেঙ্গালুরু। উলসুরের লেকে জল দূষণের পরিমাণ এতটাই বেশি, নিজেদের বিচরণ স্থানেও বেঁচে থাকতে পারছে না মাছ। রুই, কাতলা থেকে আরও নানান মাছ যারা এতদিন পর্যন্ত ওই লেকেই বড় হয়েছিল, আসতে আসতে তাঁরা সেখানেই জীবনের ইতি টানছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি, স্থানীয়দের অভিযোগ, এই লেকে এত বেশি পরিমাণে বর্জ্য পদার্থ ফেলা হয়েছে, তাতেই জলে বিষের পরিমাণ বেড়েছে এবং মাছেদের মৃত্যু হয়েছে।
Thousands of dead fish washed ashore on Ulsoor lake in Bengaluru due to rising water pollution levels: ANI pic.twitter.com/dTrIsypj7j
— Times of India (@timesofindia) March 7, 2016