মেট্রো স্টেশনের টিভিতে হঠাত্ই চলতে শুরু করল...
ভরা স্টেশন। যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। সেইসময় হঠাত্ই মেট্রো স্টেশনের টিভিতে চলতে শুরু করল নীল ছবি। স্টেশনে উপস্থিত সবার চোখ তখন ছানাবড়া। স্টেশনে উপস্থিত কোন যাত্রীই গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ফুটেজ।
ওয়েব ডেস্ক : ভরা স্টেশন। যাত্রীরা অপেক্ষা করছে ট্রেনের জন্য। সেইসময় হঠাত্ই মেট্রো স্টেশনের টিভিতে চলতে শুরু করল নীল ছবি। স্টেশনে উপস্থিত সবার চোখ তখন ছানাবড়া। স্টেশনে উপস্থিত কোন যাত্রীই গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ফুটেজ।
এই ঘটনার রিপোর্ট পাওয়ার পরই তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। গঠন করা হয়েছে একটি কমিটি। দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই টিভিগুলিতে বিজ্ঞাপন চলে। সেখানে কী করে এধরনের ক্লিপিংস চলল, তা খতিয়ে দেখে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল দিল্লির অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন, রাজীব চকে।
আরও পড়ুন, চা ব্যবসায়ীর মেয়ের বিয়েতে যৌতুক 'উড়ছে' ১.৫ কোটি!