দেশ বাঁচাতে যে ১৮ জন সেনা প্রাণ দিলেন তাঁদের চিনে নিন
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার আগে, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে থাকবেন BSF এবং CRPF-এর DG। উল্লখ্যে, এর আগে এই রকম হামলা হয়েছিল পাঠানকোটের সেনা ছাউনিতে। সেবারও অভিযোগের আঙুল উঠেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের দিকেই।
জঙ্গি হানার সঙ্গে সঙ্গেই প্রাণ হারান ১৭জন সেনা জওয়ান। একজন সেনাকে তত্ক্ষণাত্ দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতরভাবে জখম ছিলেন তিনি। আজ সকালে তিনিও প্রাণ হারান। শহীদ হওয়া ১৭ জন সেনার মধ্যে ৪ জন উত্তরপ্রদেশের, ৩ জন বিহারের, ৩ জন মহারাষ্ট্রের, ২ জন পশ্চিমবঙ্গের, ২ জন ঝাড়খণ্ডের এবং একজন জওয়ান রাজস্থানের। এছাড়া ২ জন জম্মু-কাশ্মীরের।
চিনে নিন তাঁদের যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিলেন।
Please find a statement on names of our bravehearts martyred at Uri, J&K @adgpi pic.twitter.com/4rJLS8JPNo
— NorthernComd.IA (@NorthernComd_IA) September 19, 2016