বাজছে মোবাইল, অ্যাকটিভ হোয়াটসঅ্যাপও! AN-32-কে ঘিরে বাড়ছে রহস্য

রহস্য আরও ঘনাচ্ছে বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমান AN-32-কে ঘিরে। বিমানে থাকা এক বায়ুসেনা কর্মীর মোবাইল ফোন এখনও অ্যাকটিভ বলে দাবি করল তাঁর পরিবার। নিখোঁজ এয়ারম্যান রঘুবীর বর্মার আত্মীয়রা জানান, তাঁর মোবাইলে ফোন করা হলে, সেটি এখনও বাজছে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাচ্ছে, শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২৬ জুলাই।

Updated By: Jul 30, 2016, 12:08 PM IST
বাজছে মোবাইল, অ্যাকটিভ হোয়াটসঅ্যাপও! AN-32-কে ঘিরে বাড়ছে রহস্য

ওয়েব ডেস্ক : রহস্য আরও ঘনাচ্ছে বঙ্গোপসাগরে নিখোঁজ বায়ুসেনার বিমান AN-32-কে ঘিরে। বিমানে থাকা এক বায়ুসেনা কর্মীর মোবাইল ফোন এখনও অ্যাকটিভ বলে দাবি করল তাঁর পরিবার। নিখোঁজ এয়ারম্যান রঘুবীর বর্মার আত্মীয়রা জানান, তাঁর মোবাইলে ফোন করা হলে, সেটি এখনও বাজছে এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখাচ্ছে, শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২৬ জুলাই।

আরও পড়ুন- নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও মিলল না বায়ুসেনার বিমানের খোঁজ!

অথচ, ভারতীয় বায়ুসেনার ওই বিমান নিখোঁজ হয়ে যায় ৪ দিন আগেই, অর্থাত্‍ ২২ জুলাই। তাহলে কীভাবে তিনি হোয়াটসঅ্যাপে অ্যাকটিভ রইলেন, প্রশ্ন পরিবারের। এতেই আশার আলো দেখছেন তাঁরা। যাবতীয় তথ্য ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে বায়ুসেনা। গত ২২ জুলাই ২৯ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ওই বিমানের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তল্লাসি অভিযান চালাচ্ছে বায়ুসেনা ও নৌ বাহিনী। এমনকী সার্চ জোনের বাইরেও তল্লাসি জারি রাখা হয়েছে।

.