ভারতের উচ্চতম জাতীয় পতাকা

আজ ৭০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সম্পর্কে একটা একেবারে অন্য রকম তথ্য রইল আপনাদের জন্য। আচ্ছা বলুন তো, ভারতের উচ্চতম জাতীয় পতাকাটা কোথায় রয়েছে? যদি ভেবে থাকেন লাল কেল্লায় তা হলে একেবারেই ভুল। আসুন দেখে নিই-

Updated By: Aug 15, 2016, 06:26 PM IST
ভারতের উচ্চতম জাতীয় পতাকা

ওয়েব ডেস্ক: আজ ৭০ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সম্পর্কে একটা একেবারে অন্য রকম তথ্য রইল আপনাদের জন্য। আচ্ছা বলুন তো, ভারতের উচ্চতম জাতীয় পতাকাটা কোথায় রয়েছে? যদি ভেবে থাকেন লাল কেল্লায় তা হলে একেবারেই ভুল। আসুন দেখে নিই-

আরও পড়ুন- পতাকাটাই পড়ে গেল, দুই সেনা জাওয়ানের হাতে 'শুয়ে থাকা' তেরঙ্গাকে সেলাম জানালেন মেহেবুবা মুফতি

ঝাড়খণ্ডের রাধধানী রাঁচি শহরের পাহারি মন্দিরের মাথায় ভারতের উচ্চতম পতাকাটি পত্পত্ করে উড়ে। এই পতাকাটি দৈর্ঘ্যে ৬৬ ফুট আর প্রস্থে ৯৯ এবং একটা ২৯৩ ফুট লম্বা দণ্ডের ওপরে এই পতাকাটা লাগানো রয়েছে। ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর নেতাজীর জন্মোত্সব উপলক্ষ্যে এই পতাকাটি প্রথম উত্তোলন করেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই পতাকাটিকে 'পৃথিবীর উচ্চতম জাতীয় পতাকা' হিসাবে দাবি করেন।

আরও পড়ুন- ওয়াঘা বর্ডারে ভারত-পাক মিষ্টিমুখ

.