বেসরকারিকরণ নিয়ে ভাবুক সরকার, মোদীকে পরামর্শ অর্থনীতিবিদদের

অর্থনীতিবিদদের পরামর্শ, বাড়ানো নয়, কমানো হোক আমদানি শুল্ক।

Updated By: Jan 9, 2021, 04:35 PM IST
বেসরকারিকরণ নিয়ে ভাবুক সরকার, মোদীকে পরামর্শ অর্থনীতিবিদদের

নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে সরকারের লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে লেনদেনে যে বাধা তৈরি হয়েছে তা কাটানো। এমনই মত দেশের অর্থনীতিবিদদের। 

প্রধানমন্ত্রীর 'আত্মনির্ভর ভারতে'র স্বপ্নপূরণ করতে গিয়ে বিভিন্ন পণ্যের উপরে আমদানি শুল্ক ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এদিকে, শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে ঠিক এর বিপরীতে কথাই বললেন অর্থনীতিবিদরা। তাঁদের পরামর্শ, বাড়ানো নয়, বরং কমানো হোক আমদানি শুল্ক (embark on import tariff rationalisation)। শুধু তাই নয়, তাঁদের মধ্যে কেউ কেউ বেসরকারিকরণ (creating a separate ministry for privatisation) নিয়েও ভাবনাচিন্তা করতে পরামর্শ দেন মোদীকে। 

আত্মনির্ভর ভারতের স্লোগান তোলার পর থেকে আমদানি করা পণ্যের উপরে নির্ভরতা কমাতে চাইছে মোদী সরকার। শুল্ক বাড়ানোর নীতি সেই কারণেই। এই প্রেক্ষাপটে শুক্রবার বাজেট-প্রস্তুতির অঙ্গ হিসেবে লকডাউনের ধাক্কা কাটিয়ে বৃদ্ধিকে চাঙ্গা করার রাস্তা খুঁজতে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। অর্থনীতিবিদরা বিলগ্নিকরণে জোর দিতে বলেছেন। তাঁদের সুপারিশ, অর্থনীতিকে চাঙ্গা করতে ঘাটতিতে (fiscal deficit) লাগাম পরানোর রূপরেখা তৈরি রাখুক কেন্দ্র।

বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance minister Nirmala Sitharaman)। ছিলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার কে ভি কামাথ (KV Kamath), রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা রাকেশ মোহন (Rakesh Mohan), প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা শঙ্কর আচার্য (Shankar Acharya), নীতি আয়োগের প্রাক্তন উপাধ্যক্ষ অরবিন্দ পানাগড়িয়া (Arvind Panagariya) প্রমুখ। ছিলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায়।

গত বাজেটে চিনের পণ্য আটকাতে খেলনা থেকে বৈদ্যুতিন পণ্য বিভিন্ন সামগ্রীতে আমদানি শুল্ক বাড়ানো হয়েছিল। শুল্ক আইন সংশোধন করে যে কোনও পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারির রাস্তাও তৈরি করেছিলেন অর্থমন্ত্রী। তখনই অর্থনীতিবিদরা আপত্তি জানিয়েছিলেন।

আত্মনির্ভর ভারত প্রকল্পে কী ভাবে দেশকে আন্তর্জাতিক 'সাপ্লাই চেনে'র অংশ হিসেবে তৈরি করে তোলার চেষ্টা করা হচ্ছে, বৈঠকে তা ব্যাখ্যা করেছেন মোদী। প্রধানমন্ত্রীর দাবি, কোভিডের ধাক্কা (pandemic-hit economy) সামলেও সংস্কারভিত্তিক প্রকল্পের পথেই হেঁটেছে সরকার। বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে সাহসী সংস্কার।

Also Read: মানবজাতিকে রক্ষা করতে পারে ভারতে তৈরি ২ Vaccine, NRI-দের অনুষ্ঠানে দাবি Modi-র

.