বিহারের প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৯২

এছাড়া অন্যান্য জায়গায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের ।-----

Edited By: অধীর রায় | Updated By: Jun 26, 2020, 04:41 PM IST
বিহারের প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৯২

নিজস্ব প্রতিবেদন:  বিহারে ব্রজপাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯২ । রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আশঙ্কা এই মৃতের একশো ছাড়িয়ে যেতে পারে । এই ব্রজপাতে আহত হয়েছেন অনেকে । সাধারণ মানুষের সম্পত্তির  ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সরকারি বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যের ২৪ টি জেলায় এই ব্রজপাতের ঘটনা ঘটেছে । তার মধ্যে সর্বাধিক ১৩ জনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে ।
  এছাড়া অন্যান্য জায়গায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের ।-----

 **  মধুবনী আর নাওয়াদা প্রতি জেলায়  মৃত্যু  হয়েছে ৯ জনের ।
** ভাগলপুর ও সিওয়ান প্রতি জেলায় মৃত্যু  হয়েছে  ৬ জনের
** দ্বারভাঙা, বাংকা ও ইস্ট চম্পারণ প্রতি জেলায় ৫  মৃত্যু হয়েছে ।
** খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদ প্রতি জেলায় ৩  জনের মৃত্যু হয়েছে ।
** এছাড়া দুই জন করে মৃত্যু হয়েছে  ৪টি জেলায় । একজন করে মারা গেছে পাঁচটি জেলায় ।

আরও পড়ুন: অবসাদ না অভাব? রিজেন্ট পার্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গোটা পরিবারের

ঝড়বৃষ্টি নিয়ে রেড এলার্ট আগেই জারি করা ছিল । কিন্তু এত মারাত্মক আকার নেবে তা   কল্পনা করতে পারেন আবহাওয়াবিদরা। একাধিক জেলায় থেকে মৃত্যুর খবর আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ।  তিনি প্রতি মৃতের পরিবারকে চার লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেছেন । একদিকে করোনা প্রকোপ , তার উপর এই প্রাকৃতিক  বিপর্যয় সব মিলিয়ে উদ্বেগজনক পরিস্থিতিতে দাড়িয়ে নীতিশ কুমারের সরকার । সামনে আবার বিহারে ভোট । সব পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিহার সরকারের কাছে  ।

.