জম্মু ও কাশ্মীর: পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নাথিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি

ফের আরও একবার সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কেজি সেক্টরের মেন্ধরে পাক গোলা বর্ষণ। সকাল থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলিবৃষ্টি ও মর্টার হামলা পাক রেঞ্জার্সের। বালনোই ও মানকোটে মর্টার হামলার কড়া জবাব ভারতীয় সেনাদের। আরও পড়ুন- ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু নেতাজির, জানাল কেন্দ্র

Updated By: Jun 1, 2017, 09:21 AM IST
জম্মু ও কাশ্মীর: পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, নাথিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি

ওয়েব ডেস্ক: ফের আরও একবার সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের পুঞ্চের কেজি সেক্টরের মেন্ধরে পাক গোলা বর্ষণ। সকাল থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলিবৃষ্টি ও মর্টার হামলা পাক রেঞ্জার্সের। বালনোই ও মানকোটে মর্টার হামলার কড়া জবাব ভারতীয় সেনাদের। আরও পড়ুন- ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু নেতাজির, জানাল কেন্দ্র

অন্যদিকে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের সোপোরের নাথিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে খতম ২ জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাসি অভিযানে নামেন নিরাপত্তারক্ষীরা। তখনই জওয়ানদের লক্ষ্য করে একটি বাড়ি থেকে গুলি চালায় জঙ্গিরা। জওয়ানদের পাল্টা গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। 

.