দিন কয়েক বন্ধ থাকার পর ফের অশান্তি সীমান্তে, ঘটল জঙ্গি হামলা
দিন কয়েক দাপট কিছু কম থাকার পর ফের কাশ্মীরে অপারেশনে জঙ্গিরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক পুলিসকর্মীর। আজ সোপোরে কয়েকজন জঙ্গিকে চ্যালেঞ্জ করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের তরফে শুরু হয় গুলিবৃষ্টি। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গুলির ছুড়তেই ছুড়তেই গা ঢাকা দেয় জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাসি।
ওয়েব ডেস্ক : দিন কয়েক দাপট কিছু কম থাকার পর ফের কাশ্মীরে অপারেশনে জঙ্গিরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক পুলিসকর্মীর। আজ সোপোরে কয়েকজন জঙ্গিকে চ্যালেঞ্জ করে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের তরফে শুরু হয় গুলিবৃষ্টি। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। গুলির ছুড়তেই ছুড়তেই গা ঢাকা দেয় জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাসি।
গত সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় প্রাণ হারান ১৯ জন ভারতীয় সেনা জওয়ান। জবাবে ২৮ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। নিকেশ করা হয় বেশ কয়েকজন জঙ্গিকে। এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দফায় দফায় ভারতের সীমান্তে হামলা চালায় পাক সেনাবাহিনী।
তবে, ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কালো টাকা রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিক করে দেন। আর তারপর থেকেই সীমান্তেও কিছুদিনের জন্য বন্ধ ছিল সন্ত্রাস। কিন্তু, এক সপ্তাহ পর আজ ফের সীমান্ত বরাবর হামলা চালানো হল পাকিস্তানের পক্ষ থেকে।