অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল কাশ্মীরে হত আইএস জঙ্গিরা

আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।

Updated By: Jun 23, 2018, 11:14 AM IST
অমরনাথ যাত্রায় নাশকতার ছক কষেছিল কাশ্মীরে হত আইএস জঙ্গিরা

নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরে হত জঙ্গিরা অমরনাথ যাত্রীদের ওপর হামলার ছক কষেছিল। শুক্রবার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৪ আইএস জঙ্গি নিকেশ করেছে সশস্ত্র বাহিনী। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, মৃত জঙ্গিরা অমরনাথ যাত্রার সময় হামলার ছক কষেছিল।

গোয়েন্দা সূত্রে খবর, ইসলামিক স্টেট জম্মু ও কাশ্মীর(আইএসজেকে) নামে একটি জঙ্গি সংগঠন গত এক বছরের বেশি সময় ধরে সেখানে সক্রিয় হয়েছে। নানা ভাবে তল্লাশি চালিয়েও সংগঠনের সদস্যদের ধরা সম্ভব হচ্ছিল না। গোয়েন্দাদের অনুমান, এরাই কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার কাজ করছে। শুক্রবার সকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে সংগঠনের ৪ সদস্যের মৃত্যু হয়েছে। গোয়েন্দাদের ধারণা, এই মুহূর্তে আইএসজেএস-এর আর ২ থেকে ৪ জন সদস্য থাকতে পারে বড়জোর।

গত সপ্তাহ থেকেই অমরনাথ যাত্রায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও ধরনের নাশকতা ঠেকাতে ইতিমধ্যেই সেখানে নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে এনএসজি কমান্ডোদের। আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে এই তীর্থযাত্রা।

আরও পড়ুন- চলন্ত অটোয় ফের শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার সেনাকর্মী

.