শ্রীনগরের BSF ক্যাম্পে জঙ্গি হানা, ৩ জওয়ান আহত, ১ জঙ্গি মৃত

Updated By: Oct 3, 2017, 08:36 AM IST
শ্রীনগরের BSF  ক্যাম্পে জঙ্গি হানা, ৩ জওয়ান আহত, ১ জঙ্গি মৃত

ওয়েব ডেস্ক: পাঠানকোট, উরির স্মৃতি উসকে দিয়ে এবার জঙ্গি হামলা শ্রীনগরের BSF  ক্যাম্পে। ভোরের আলো ফোটের আগে থেকেই শুরু গুলির লড়াই। এক জঙ্গিকে নিকেশ করা গেছে।  ৩ জন জওয়ান জখম হয়েছেন বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের DG । হামলার দায় শিকার করেছে জৈশ-এ-মহম্মদের গোষ্ঠী।

শ্রীনগর বিমান বন্দরের খুব কাছেই গোগো হুমহামায় BSF -এর ১৮২ ব্যাটেলিয়নের ক্যাম্প। ভোর সাড়ে ৪টে নাগাদ ৩ -৪ জন জঙ্গি ক্যাম্পের ভিতর ঢুকে পরে । তার পরেই গোটা এলাকা থেকে পরপর বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।  এই ক্যাম্পের পাশেই রয়েছে বায়ু সেনা ঘাঁটি। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর বিমান বন্দর।

জম্মুর ভারত-পাকিস্তান সীমান্তে মিলল ১৪ ফুট সুরঙ্গ

শ্রীনগরে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ PK  সেহগল। আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হাই সিকিউরিটি জোনে হামাল হয়েছে। ফলে নিরাপত্তায় বড় খামতি ছিল বলে দাবি তাঁর।

এখনও এই ব্যাঙ্কগুলিতে টাকা রাখলে লাভবান হবেন আপনি!

.